
শ্রেষ্ঠ বান্দা কারা
দুনয়াতে শ্রেষ্ঠ বান্দা কারা এবং মহান আল্লাহ তায়ালার কাছে এর পরিচয় কি ? তা সম্পর্কে কোরআন ও হাদিসে বর্ণনা পাওয়া যায়। মুসলিম বা মুমিন কোন পারিবারিক উপাধি নয়।
বংশানুক্রমে যেভাবে খানের ছেলে খান, চৌধুরীর ছেলে চৌধুরী হয়ে যায় সেভাবে মুসলমান পরিবারে জন্ম হলে কেউ মুসলমান হয়ে যায় না।
মুসলমানিত্ব এমন কোন বিষয় নয় যে, আমি মানি বা না মানি তা আমার সাথে লেপ্টে থাকবে। মুসলমানিত্ব ধারণ ও লালন-পালনের বিষয়।
মুসলিম হলো সেই লোক যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্বসমর্পণ করে…অতএব যে নিজের ইচ্ছাকে আত্বসমর্পণ করে শান্তি অর্জন করেছে তাকে মুসলিম বলে।
যেমন এ প্রসঙ্গে আল কোরআনে ইরশাদ হয়েছে :
যদি শ্রেষ্ঠ বান্দা কারা জানতে চাও আল্লাহর নেয়ামতকে স্মরণ কর
وَاعْتَصِمُواْ بِحَبْلِ اللّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُواْ وَاذْكُرُواْ نِعْمَتَ اللّهِ عَلَيْكُمْ
إِذْ كُنتُمْ أَعْدَاء فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ
فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىَ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ
فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সে নেয়ামতের কথা স্মরণ কর,
যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন।
ফলে, এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুন্ডের পাড়ে অবস্থান করছিলে।
অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমুহ প্রকাশ করেন,
যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পার। সুরা ইমরান ৩:১০৩
তিনিই তোমাকে শক্তিশালী করেছেন
وَإِن يُرِيدُواْ أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللّهُ هُوَ الَّذِيَ أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ
পক্ষান্তরে তারা যদি তোমাকে প্রতারণা করতে চায়, তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই তোমাকে শক্তি যুগিয়েছেন
স্বীয় সাহায্যে ও মুসলমানদের মাধ্যমে। সুরা আনফাল ৮:৬২
وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الأَرْضِ جَمِيعاً مَّا أَلَّفَتْ بَيْنَ قُلُوبِهِمْ وَلَـكِنَّ اللّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ
আর প্রীতি সঞ্চার করেছেন তাদের অন্তরে। যদি তুমি সেসব কিছু ব্যয় করে ফেলতে, যা কিছু যমীনের বুকে রয়েছে,
তাদের মনে প্রীতি সঞ্চার করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের মনে প্রীতি সঞ্চার করেছেন।
নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী, সুকৌশলী। সুরা আনফাল ৮:৬৩
নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। অতএব, তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে
এবং আল্লাহকে ভয় করবে-যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। সুরা হুজুরাত ৪৯:১০
মুমিন-মোত্তাকী বান্দাহদের মাঝে এমন এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন, যার বাঁধন কোনো কালেই ছিন্ন হবার নয়।
আল্লাহ তায়ালা আমাদেরকে এ সর্ম্পক আজীবন ধরে রাখার তাওফিক দান করুক। আমিন।