
নবী হাজির নাজির এই কথাটি কতটুকু সত্য
সর্বত্র হাজীর নাজীর থাকা একমাত্র আল্লাহ তাআলার বৈশিষ্ট সব জায়গায় নবী হাজির নাজির হতে পারে না। আল্লাহ তাআলার সিফাতের সঙ্গে বান্দার সিফাতকে মিলানো কুফর ও শিরক।
এর বিশ্বাস যারা করে তাদের ঈমান চলে যায়। হাদীস শরীফে এসেছে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন:
তোমরা আমার উপর দুরুদ শরীফ পড়লে ফেরেশতাদের মাধ্যমে তোমাদের নাম ও গোত্র সহ আমার নিকট পৌঁছানো হয়।
সুতারং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীর ও নাজীর কোরআন ও হাদিসে এর কোনো প্রমাণ নেই যারা এরকম বিশ্বাস রাখে তারা গোমরা এবং বিদআতী এটা শুধু হানাফী মাযহাবের অভিমত নয় বরং সকল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। তবে একথা ঠিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কবরে জীবিত আছেন
নবী হাজির নাজির না মনে করে তার উপর দরূদ পাঠ করি
এবং প্রতি সপ্তাহে দুদিন তার সামনে ফেরেশতাদের মাধ্যমে উম্মতের আমল পেশ করা হয়। হাদিসে বর্ণিত রয়েছে:
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ… عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا
আলী ইবনু হুজর (রহঃ) …… আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ
যে, ব্যক্তি আমার উপর একবার সালাত (দুরুদ) পাঠ করবে, আল্লাহ তা’আলা তার উপর দশবার রহমত করবেন।
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ… عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ السَّلاَمُ عَلَيْكَ قَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلاَةُ قَالَ “ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ” . قَالَ ابْنُ أَبِي لَيْلَى وَنَحْنُ نَقُولُ وَعَلَيْنَا مَعَهُمْ . قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنَا بِهِ مِنْ كِتَابِهِ وَهَذَا خَطَأٌ .
কাসিম ইবনু যাকারিয়া (রহঃ) … কা’ব ইবনু উজরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ!
আপনাকে সালাম কিভাবে পাঠাতে হয় তা তো আমরা জানি, কিন্তু (আপনার উপর) দুরুদ কিভাবে পড়ব? তিনি বললেন, তোমরা বলবেঃ
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
(আবদূর রহমান) ইবনু আবূ লায়লা (রহঃ) বলেন, আমরা বলে থাকি তাঁদের সাথে আমাদের উপরেও (রহমত এবং বরকত বর্ষণ কর)।
আবূ আব্দুর রহমান (নাসাঈ) (রহঃ) বলেন, আমার উস্তাদ কাসিম ইবনু যাকায়িয়া উল্লেখিত হাদীস অত্র সনদ সুত্রে বর্ণনা করেছিলেন কিন্তু অত্র সনদ ভুল।
আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আলোচনা করেছি তা বুঝার তাওফিক দান করুক। আমিন।